ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভায় সিদ্ধান্ত: প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা প্রদানের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১০:৫৬:২৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের কার্যকরী কমিটির এক বর্ধিত সভা ৮ আগস্ট রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রেসিডেন্ট ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ডিজি আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, সিডনি থেকে ড: হুমায়ের চৌধুরী,
জার্মান থেকে আনোয়ারুল কবির, আমেরিকা থেকে শরাফত হোসেন বাবু ও হাসান আলী, কুয়েত থেকে ফয়সল আহমদ,স্কটল্যাণ্ড থেকে ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই, নিউক্যাসল থেকে মাহতাব মিয়া ও সৈয়দ নাদির আজিজ দরাজ, কেন্ট থেকে মাহিদুর রহমান, বারমিংহাম থেকে এম এ লতিফ জেপি, লন্ডন থেকে ডা: নুরুল আলম, সাংবাদিক সামছুল আলম লিটন, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।
সভায় ২৮ জুলাই ওসমানী বিমান বন্দরে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানী ও ঘুষ দাবীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সভায় ১৯৭১ সালে যুক্তরাজ্য সহ বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকা তৈরি করে তাদের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদানের সিদ্ধান্ত হয়। সভায় নোবেল বিজয়ী ড: মুহাম্মদ ইউনুসকে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্তে অভিনন্দন জ্ঞাপন ও আগামী ৩,৪,৫ সেপ্টেম্বর আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।
সভায় সম্প্রতি করোনায় মৃত্যুবরণকারী কুয়েতে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ইজাজুর রহমান জুনেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করা হয়।করোনাকালীন সময়ে বাংলাদেশে মরহুমের লাশ পাঠিয়ে দাফনের ব্যবস্থা করায় সংগঠনের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে মোমেন, কুয়েত সরকার ও বাংলাদেশী কমিউনিটি নেতা ফয়সল আহমদকে অশেষ ধন্যবাদ জানানো হয় ।