টুঙ্গি পাড়ার বীর সন্তান: কে এম আবুতাহের চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ৩:৫৩:৪৯ অপরাহ্ন
টুঙ্গি পাড়ার বীর সন্তান
কে এম আবুতাহের চৌধুরী
টুঙ্গি পাড়ার বীর সন্তানের
কথা মনে পড়ে,
সারা জীবন বিলিয়ে দিলেন
জনসেবার তরে ।
জেল জুলুম কোন বাঁধা
পারেনি আটকাতে,
জনগণের মুক্তির কথা
ভাবেন দিবা রাতে।
জাতীয় নেতা হলেন তিনি
করলেন কত কষ্ট,
জালিমশাহীর চাপের মুখে
হননি পথভ্রষ্ট ।
সাতই মার্চে ঢাকার মাঠে
দিলেন মুক্তির ডাক,
লাখো জনতা গরজে ওঠে
নেতার শুনে হাঁক।
বঙ্গবন্ধু খেতাব নিলেন
জাতির সেবার জন্য,
সারা বিশ্বে সম্মান পেয়ে
বিশ্ব নেতায় গণ্য।
জীবনের উত্তাল সময়
কাটান জেলের মাঝে,
এমন ত্যাগী নেতার জন্ম
পাইনি কোথাও খুঁজে।
বুলেট দিয়ে মারলো যারা
জনগণের নেতাকে,
পাষণ্ড, পিশাচ ,পশু তারা
ইতিহাসের আলোকে ।
নেতার জন্য দোয়া করি
সদা রাখব স্মরণ ,
সোনার বাংলা এগিয়ে যাক
এই হল মোর পণ ।
কে এম আবুতাহের চৌধুরী:
লেখক, সাংবাদিক, সংগঠক