দেশে একদিনে আবারও ২৬৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,১৬৪, সুস্থ হয়েছেন ১৪,৯০৩ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৫:৫৪:০২ অপরাহ্ন
সিলেট অফিস :দেশে গত ২৪ ঘণ্টায় আবারও করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরু হওয়ার পর একদিনে করোনায় এটাই সবচেয়ে বেশি মৃত্যু। এর আগেও দেশে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত ৫ আগস্ট, ২৬৪ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে।
নতুন করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।