চা শ্রমিকটির শরীরে এক মিনিটের ব্যবধানে দুই ডোজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ১০:৩৬:০২ অপরাহ্ন
সংবাদদাতা : এক চা শ্রমিকের শরীরে এক মিনিটের ব্যবধানে দুই হাতে দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। রোগী হবিগঞ্জের বাহুবলের রবি কালিন্দী। সোমবার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রবি কালিন্দী (৫৪) উপজেলার বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রবি কালিন্দী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান। তার টিকার রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে বসতে বলা হয়।
প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। টিকা নেয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতেই বসে ছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী নার্স বিপরীত দিকে ঘুরে টিকা ভর্তি আরেকটি সিরিঞ্জ হাতে নেন এবং চেয়ারে বসে থাকা চা শ্রমিককে শার্ট খুলে হাত বের করতে বলেন।
চা শ্রমিক ডান হাতের বাহু উন্মুক্ত করতেই ওই টিকাদানকর্মী আরেক ডোজ টিকা প্রদান করেন। লাইনে দাঁড়ানো অন্যান্য লোকজন বিষয়টি টিকাদান কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের অবগত করলে সঙ্গে সঙ্গে ওই চা শ্রমিককে পর্যবেক্ষণে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ জানান, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল।
কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর তার শারীরিক কোন সমস্যা দেখা যায়নি, তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।
ডা. বাবুল কুমার দাশ আরও জানান, এ ঘটনায় কারো গাফলতি আছে কি না বিষয়টি তদন্ত করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিয়া আফরোজকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।