কুয়েতে অর্থনীতিবিদ এজাজুর রহমান জুনেলের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২১, ২:২৩:৫৭ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি: জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সভাপতি, অর্থনীতিবিদ্, বিশিষ্ট সংগঠক, সমাজসেবক, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ, সিলেটের কৃতি সন্তান মরহুম এজাজুর রহমান জুনেলের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের কর্তৃক স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুয়েতস্হ ৭ আগস্ট সিটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জাএমান।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শওকত আলী ও জাহিদ রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের ১ম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, হাজী জুবায়ের, মাহমুদ আলী হাজী, আবুল মুহিত নজমুল (কানাডা প্রবাসী), আশরাক আলী ফেরদৌস,মুরাদুল হক চৌধুরী সহ অনেকে।
ঢাকা থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি ড.আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন। প্রয়াত এজাজুর রহমান জুনেল ও শারীরিকভাবে অসুস্থ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর জন্য দোয়া কামনা করেন।