বিদ্যুৎ বিল ১৭৭০ কোটি টাকা, সরকারি ৫৪ প্রতিষ্ঠানের বকেয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ৮:০৮:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পৌনে দুই হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৯ কোটি ৫ লাখ টাকা। গত বছরের নভেম্বরে এর পরিমাণ ছিল ১ হাজার ৫১৭ কোটি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, র্দীঘ সময় ধরে বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সেবার মান বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমে গতি আনতে পারছে না। যদিও বকেয়া আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে তাগিদ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এদিকে, বিদ্যুৎ বিল পরিশোধ না করলে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোকে বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিল বকেয়া থাকার তালিকায় স্থানীয় সরকার বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র, র্দুযোগ, নৌ পরিবহন, বাণিজ্য মন্ত্রণালয়, এমনকি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগও রয়েছে। এসব মন্ত্রণালয় ও বিভাগকে বিল পরিশোধের জন্য একাধিক চিঠি এবং তাগাদা দেওয়া হলেও এ ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সূত্র মতে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এই ছয়টি সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণ করছে। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি মিলিয়ে বিদ্যুৎ বিল বকেয়া মোট ৬ হাজার ৭৬৮ হাজার ৪০ কোটি টাকা। এর মধ্যে শুধু সরকারের ৫৪ প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ ১ হাজার ৭৬৯ কোটি পাঁচ লাখ টাকা। টাকার অংকে বেসরকারি খাতে বকেয়া বিলের পরিমান বেশি হলেও সময়ের হিসাবে সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোর বাকির খাতা বেশ র্দীঘ। বেসরকারি প্রতিষ্ঠানগুলো গড়ে দুই থেকে তিন মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া রাখলেও সরকারি প্রতিষ্ঠানগুলোতে কয়েক বছরের পুরনো বিলও রয়েছে।