সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ৩ লাখ টাকার চেক হস্তান্তর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ৫:৫০:১৪ অপরাহ্ন
অনুপম সিলেট অফিস: দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শাহী ঈদগাহের উন্নয়নের সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ আগষ্ট মঙ্গলবার সিলাম টিকর পাড়ায় সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দফতর সম্পাদক সাহেল শাহ এর বাস ভবনে শেখ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ঈদগাহ কমিটি ট্রাস্টের কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন, শাহ আব্দুল মান্নান, বাহার উদ্দিন, শফিক শাহ, শফিকুল ইসলাম, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, মোঃ আবুল কালাম, হাজী তাজরুল ইসলাম তাজুল, অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, শিক্ষক আব্দুলাহ আল মামুন, দুলাল শাহ, শামসুল হক, মনিরুল ইসলাম তুরন, শাহ টিপু সুলতান, সিলাম ওয়েলফেয়ার টাস্ট ইউকের দফতর সম্পাদক শাহেল শাহ, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক জামান, শাহ অলিদুর রহমান, হাজী তুরন মিয়া, টিটু মিয়া, জায়েদ পাটোয়ারী, শাহ খালেদ, শাহ শিপলু, প্রমুখ।
উল্লেখ্য ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১২ জুলাই পর্যন্ত সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষথেকে চেকের মাধ্যমে ২৩,০০,০০০(তেইশ লক্ষ) টাকা সিলাম শাহী ঈদগাহের উন্নয়নের জন্য প্রদান করা হয়।