দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে পিতার মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ৯:২৬:৩৩ অপরাহ্ন
সংবাদদাতা : দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছেলেদের ফুরকান আলী (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে আটক করে হয়।
স্থানীয় সূত্র জানায়, ফুরকান আলীর বড় ছেলে নাসির (২৩) এর মেমোরি কার্ড গান শুনতে তার বোনকে দিয়েছিল, কিন্তু কিন্তু বোনটি ভুলবশত ওটা ফরমেট করে দেয়। এতে রেগে গিয়ে বোনকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে সে। এ সময় তার ছোট ভাই আজম (১৪) প্রতিবাদ করলে দু’জনের মধ্যে ঝগড়া বাঁধে। তখন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরেন ফুরকান। ছেলেদের ধস্তাধস্তি থামাতে গিয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে তাৎক্ষণিক নাসিরকে আটক করে পুলিশ।
তার এক ছেলের দাবি, ঝগড়া থামানোর জন্য উচ্চস্বরে কথা বলতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বখতিয়ার আহমদ জানান, সামান্য মেমোরি কার্ড নিয়েই দু’ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মারা যান মুয়াজ্জিন ফুরকান আলী। পুলিশ তার এক ছেলেকে আটক করেছে। লাশ উদ্ধার করে নেয়া হয়েছে ওসমানী হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্টই জানা যাবে তার মৃত্যুর কারণ।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে হেফাজতে নিয়েছি আমরা। পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।