গত ২৪ ঘণ্টায় বিশ্ব থেকে করোনায় ঝরে গেল ১০ হাজারের বেশি মানুষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ৮:৫৪:৫৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বিশ্ব থেকে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৮৯ হাজার। আরও ৬ লাখ ৮০ হাজারের বেশি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২৩ লাখ ৪৩ হাজারের ওপর।
দৈনিক মৃত্যুতে এখনও শীর্ষে এশিয়ার করোনা হটস্পট ইন্দোনেশিয়া। একদিনে ১ হাজার ৬০০ বেশি প্রাণ গেছে দেশটিতে। নতুন শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৫০০ বেশি মানুষের শরীরে।
এছাড়া শুক্রবার ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ হাজারের ওপর। ৪২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে সংক্রমণ।রাশিয়ায় মৃত্যু হয়েছে প্রায় ৮০০ মানুষের।
সংক্রমণ শনাক্তের দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্রে। গেল কয়েকদিন যাবৎ লাখের ওপর মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। দেশটিতে মৃত্যু হয়েছে জনের। এদিন ৬ শতাধিক মৃত্যু হয়েছে ভারত ও মেক্সিকোয়। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ৫০০ এর কাছাকাছি ও ইরানে মারা গেছে সাড়ে চার শতাধিক।