চলতি বছরেই চীন বিশ্বব্যাপী ২০০ কোটি ডোজ করোনার টিকা দেবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ১:১১:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: চীন চলতি বছরেই বিশ্বজুড়ে ২০০ কোটি ডোজ করোনা টিকা দিতে পারার আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল ৫ আগস্ট। এ সময় কোভ্যাক্সে ১০০ মিলিয়ন ডলার দান করার কথাও উল্লেখ করেন তিনি।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।গত সপ্তাহে এশিয়া প্যাসিফিক কোঅপারেশন (এপেক) জোটের রাষ্ট্রপ্রধানদের নিয়ে অভূতপূর্ব এক জরুরি অনলাইন বৈঠকে করোনার বিরুদ্ধে লড়াই করতে উন্নয়নশীল দেশগুলোকে ৩ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পর এখন এই ঘোষণা দিলেন জিনপিং। গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, বছরের শুরু থেকে চীন ইতোমধ্যে অন্যান্য দেশে ৭০০ মিলিয়নের বেশি ডোজ টিকা সরবরাহ করেছে। চীনের রফতানি করা এই ৭০ কোটি টিকা পাওয়া দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।
চীনের প্রেসিডেন্টের এই ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন উন্নয়নশীল দেশগুলোতে ১০ কোটির বেশি টিকা দান করার ঘোষণা দেন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশকে ১১ কোটি ডোজ কোভিড টিকা দান করেছে।