নির্মাতা চয়নিকা চৌধুরী আটক পান্থপথ ট্রাফিক সিগনাল থেকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২১, ৮:২৩:৪৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর পান্থপথ এলাকার ট্রাফিক সিগনাল থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়িটি ঘিরে ধরে পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
চয়নিকা চৌধুরী নির্মিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমণি। এর শুটিং শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।