সিলেটে আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৫৮, সুস্থ হয়েছেন ২৭৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২১, ৩:২৩:৪৭ অপরাহ্ন
অনুপম নিউজ: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৭৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত প্রমাণিত রোগীর সংখ্যা ৪৪ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ৭৭৭ জন রোগী।
শুক্রবার (৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৫৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ২১৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৩০০ জন, মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭৫৮ জন করোনা আক্রান্ত রোগীর ৪০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৫১ জন, হবিগঞ্জের ৫১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে আরও ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৬০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫৪ জন সুনামগঞ্জে, ২১ জুন হবিগঞ্জে, ৪০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।