সিএনএনের তিন জনের চাকরি খোয়া গেল টিকা না নিয়ে অফিসে যাওয়ায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২১, ২:৩০:৩০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ না করে অফিসে প্রবেশ করায় আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন তিন কর্মীকে চাকরিচ্যুত করেছে। গত সপ্তাহে সিএনএন এই তিন কর্মীকে বরখাস্ত করে। সিএনএন’র তরফ থেকে প্রকাশ্যে এখনও কোনো ঘোষণা না আসলেও প্রতিষ্ঠানটির সকল কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীন বার্তা অন্যান্য সংবাদমাধ্যমের হাতে এসেছে। এ বার্তা থেকে তিন কর্মীর চাকরি হারানোর তথ্য জানা গেছে। রয়টার্সের খবর।
ওই বার্তাটিতে কর্মীদের সতর্ক করে দিয়ে সিএনএন’র প্রেসিডেন্ট জেফ জুকার জানিয়েছেন, এ ধরনের কাজের ব্যাপারে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করেছে কোম্পানি। কোনো কর্মী ভ্যাকসিন না নিয়ে অফিসে প্রবেশ করতে পারবে না। ভ্যাকসিন না নিলে অন্য কর্মীদের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করারও নির্দেশনা দেওয়া হয় এতে।
এতে বলা হয়, বার্তা, খেলাধুলা, স্টুডিও বিভাগের যারাই অফিসে প্রবেশ করবেন তাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আমরা কয়েক মাস ধরে এ বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছি। তাই এখন কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়।
উল্লেখ্য, মহামারিতে সিএনএন বেশিরভাগ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম ও মাঠ পর্যায় থেকে কাজ করার নির্দেশনা দেয়। পরে ভ্যাকসিন নিয়ে স্বেচ্ছায় অফিসে কাজ করতে চাওয়া কর্মীদের জন্য বেশিরভাগ অফিস খুলে দেওয়া হয়। তবে ভ্যাকসিন না নিলে অফিসে প্রবেশের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফের বেড়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ আবারও লাখের উপর। সংক্রমণের এ ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।