পরীমনির ৪ দিনের রিমাণ্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ১১:১৫:৫৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টে আদালত। মাদক আইনে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের মধ্যে বিরোধ দেখা দেয়।
বৃহস্পতিবার রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ। এসময় পরীমনির হয়ে আইনি লড়াই করতে আইনজীবীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। তারা একে অপরের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।
এজলাস ত্যাগের আগে আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’ এর কিছুক্ষণ পর আবার শুনানি শুরু হলে বিচারক রিমান্ড আদেশ দেন।
বুধবার সন্ধ্যায় বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরে পরিচালক নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়। এই দুই জনের নামে বনানী থানায় মাদক আইনে মামলা হয় বৃহস্পতিবার।