ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২১, ১২:৫০:০২ অপরাহ্ন
লন্ডন অফিস: ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকের পক্ষ থেকে ৪ আগস্ট বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে প্রবাসে থেকে যারা অবদান রেখেছেন তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মাননা প্রদানের দাবি ও প্রস্তাবনা সম্বলিত এক স্মারকলিপি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনে দেওয়া হয়।
স্মারকলিপিতে ক্যাম্পেইন গ্রুপ এর পক্ষে স্বাক্ষর করেন আব্দুর রাজ্জাক, মতিউর রহমান মতিন, সৈয়দ হাছান আহমেদ, মোহাম্মদ শাহজাহান, মুজিবুল হক মনি ও কাউন্সিলর পারভেজ আহমেদ।
হাইকমিশনে স্মারকলিপি গ্রহণ করেন হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার জাহিদুল ইসলাম।
ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকে এর প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর শাহেদ আলী, এম এ হক, সাবুল সামছুজ্জামান, কবির আহমেদ বদরুল, হেলাল উদ্দিন, জায়েদ আলী খসনূ ও বাছিত চৌধুরী।
স্মারকলিপির অনুলিপি বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতির কাছে প্রেরণ করা হয়।
প্রসংগত উল্লেখ্য, ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকে ভিত্তিক কিছু সংখ্যক সচেতন বাংগালিদের নিয়ে গঠিত একটি সামাজিক প্রেসার গ্রুপ। স্মারকলিপিতে ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকে এর পক্ষে ৬টি দাবিও প্রস্তাব করা হয়।