রাষ্ট্রপতির ছেলেও হয়েও শেখ কামাল সাদাসিধে জীবন যাপন করত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ৯:৫৪:৪১ অপরাহ্ন
অনুপম নিউজ: রাষ্ট্রপতির ছেলেও হয়েও শেখ কামাল সাদাসিধে জীবন যাপন করত। তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যখন তিনি বেঁচে যান, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানাে হয়। তিনি বলেন, ‘১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর চক্রান্ত করে কামালকে গুলি করা হয়। তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু যখন তিনি বেঁচে যান, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানাে হয় । শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ ( এনএসসি ) পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন ।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যােগ দেন। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতার ছেলে হওয়া সত্ত্বেও খুব সাদাসিধে জীবন-যাপন করত। তিনি বলেন, যদিও তার বাবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিলেন, তার কখনাে অর্থ-সম্পদ অর্জন বা ব্যবসা বাণিজ্যের দিকে দৃষ্টি ছিল না। শেখ হাসিনা তার ছােট ভাইয়ের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে খেলাধুলায় অবদানের কথা স্মরণ করে বলেন, দেশের মানুষের পাশে থাকা, শিক্ষাপ্রতিষ্ঠান বা সাংস্কৃতিক অঙ্গন এগুলােই ছিল তার কাছে সবচেয়ে বড়।