কে এম আবুতাহের চৌধুরীর কবিতা: স্মৃতির মণিকোঠায় বঙ্গবন্ধু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ৮:১৮:৩০ অপরাহ্ন
স্মৃতির মণিকোঠায় বঙ্গবন্ধু
– কে এম আবুতাহের চৌধুরী
আগষ্ট এলে স্মৃতির মাঝে
হারিয়ে আমি যাই,
বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস
ভুলতে পারি নাই।
দেশ ও জাতির মুক্তির তরে
বিলিয়ে দেন জীবন,
বঙ্গবন্ধুর ঋণ শোধ করিনি
আমরা যে কৃপণ।
শোষকের সাথে আপোষ তিনি
করেননি কোন দিন,
শোষিতের পক্ষে বলেছেন কথা
ইতিহাসে অমলিন।
শেরে বাংলা ,ভাসানীর উত্তরসূরী
বন্চিত মানুষের নেতা ,
সোহরাওয়ারদী ছিলেন মূল গুরু
দীক্ষা নিতেন সেথা।
সারাটা জীবন জেলে কাটালেন
বাঙালীর সুখের লাগি,
ঘাতকরা স্বপরিবারে হত্যা করে
এমন নেতা ত্যাগী।
সারা বিশ্বের প্রতিটি দেশে
খুঁজে আমি ফিরি,
স্মৃতির মাঝে ভেসে আসে
রক্তে লাল সিড়ি।
সৃষ্টির সেরা মানুষ কেমনে
এমন পশু হয়,
বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে
জীবন করে ক্ষয়।
ছোট্টমনি নিস্পাপ রাসেলের
কি ছিলো অপরাধ,
তার উত্তর খুঁজে পাইনি আজো
শুধু মিথ্যা অপবাদ।
কোটি কোটি মানুষের হৃদয়ে
বেঁচে থাকবে চিরকাল,
বিশাল সাগরের মতো ছিল মন
কলঙ্কিত পঁচাত্তর সাল।
আজীবন ভালবেসে যাব তোমায়
তুমি ছিলে আপনজন,
বাংলার জনগণকে ভাসতে ভালো
উন্নতির চিন্তা সারাক্ষণ।
তোমার আত্মত্যাগ, তোমার স্মৃতি
ভুলবোনা কোন কালে,
ষোল কোটি জনতার নয়নমণি
স্মরণ করি একুশ সালে।
কে এম আবুতাহের চৌধুরী:
লেখক, সাংবাদিক, সংগঠক