অক্সিজেনের অভাবে এক অক্সিজেনব্যবসায়ীর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ২:৪৭:৪৮ অপরাহ্ন
অনুপম নিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে বরগুনার এক অক্সিজেনব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মিসকাতুল ইসলাম মিলন শিকদার। গত মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে মারা যান।
তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।
বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মারা যান।