সাবেক অর্থমন্ত্রী মুহিত ভাল আছেন, গুজবে কান দিবেন না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ১২:৫৭:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যু বিষয়ক ভাইরাল হওয়া খবরটি গুজব। তিনি ভাল আছেন।
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা গতকালের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি স্বাভাবিকভাবে রাতে খাওয়া-দাওয়া করেছেন এবং বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ সিরিজের ২য় ম্যাচের খেলা উপভোগ করেছেন। এখন ঘুমানোর চেষ্টা করছেন।
মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর ফেইসবুক ভেরিফাইড পেইজে রাত বারটার দিকে স্ট্যাটাস লিখে উপরোক্ত তথ্য জানিয়েছেন।