দুই ধরনের মারাত্মক মাদকও পরীমণির বাসায়, বাসার ভিতরে সবখানে মদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২১, ১১:৫১:২৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। অভিযানে অংশ নেওয়া র্যাব কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, পরীমণির বেডরুম, ড্রইংরুম, ডাইনিং রুম এমনকি ওয়াশরুম থেকেও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বাসাজুড়ে থরে থরে মদের বোতল রাখা ছিল। তার বাসার এমন কোনো জায়গা নেই, যেখানে মদ নেই। তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।
তবে অভিযান শেষে র্যাবের গোয়েন্দা সূত্র জানিয়েছে— কেবল মদ নয়, আরও ভয়ংকর মাদক পাওয়া গেছে তার বাসায়।
বুধবার (৪ আগস্ট) রাতে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। রাত ৮টা ১২ মিনিটে তাকে বাসা থেকে নামিয়ে আনা হয়। এরপর তাকে নেওয়া হয় র্যাব সদর দফতরে। এসময় পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
পরীমনির বাসায় বিপুল পরিমাণ মদ রয়েছে— অভিযান চলাকালেই এমন তথ্য জানা গিয়েছিল। পরে অভিযান শেষে র্যাবের গোয়েন্দা সূত্র জানিয়েছে, মদ ছাড়াও ভয়ংকর দুই ধরনের মাদকও পাওয়া গেছে তার বাসায়। এগুলো হলো— এলএসডি ও আইস।