সিলেটে ফ্রি অক্সিজেন সেবা দেবে মহানগর যুবলীগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২১, ৯:২৫:১৯ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটে করোনা আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেবে মহানগর যুবলীগ। রোববার দুপুরে নগরীর চৌহাট্টা পয়েন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রামনের হার বেড়েছে। একজন মুমূর্ষ করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত বাসায় অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে হয়। এই কাজে সিলেট মহানগর যুবলীগ এগিয়ে এসে তাদের মানবিকতার পরিচয় দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, শোকের মাস আগস্টে সিলেট মহানগর যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা চালু করে এক অন্যন্য দৃষ্টাান্ত স্থাপন করেছে।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।