আমেরিকা ইসরায়েলকে ১৮টি অত্যাধুনিক সিএইচ-৫৩কে হেলিকপ্টার দিচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২১, ৯:১২:০০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে সামরিক শক্তি বাড়াতে আমেরিকা ইসরায়েলকে ১৮টি অত্যাধুনিক সিএইচ-৫৩কে মডেলের হেভি-লিফট হেলিকপ্টার দিচ্ছে। খবর রয়টার্সের।
জানা গেছে, অত্যাধুনিক এই ১৮টি সিএইচ-৫৩কে মডেলের হেভি-লিফট হেলিকপ্টারের মূল্য ৩.৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র এসব হেলিকপ্টারের স্পেয়ার ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম, অন্যান্য যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে। তবে কবে নাগাদ ইসরায়েলে এসব পৌঁছবে তা জানানো হয়নি।