যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় আরো ২৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১ হাজার ৯৫২ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২১, ১০:০৬:০৭ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৫২ জন।
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪৩ জন। এবং মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৫৯ লাখ ২ হাজার ৩৫৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৮ লক্ষ ৭২ হাজার ৪১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৩ কোটি ৮৪ লক্ষ ৬৪ হাজার ২৫ জন।
২ আগস্ট সোমবার যুক্তরাজ্যের সরকারি ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করা হয়।