সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন মেয়র আরিফ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২১, ৯:২০:৩০ অপরাহ্ন
অনুপম নিউজ: সিলেটের করোনা পরিস্থিতি কীভাবে সামাল দেয়া যায় এ নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে কাল মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরী এক জরুরী সভা আহ্বান করেছেন।
সভায় করোনা সংক্রমণ রোধ, অক্সিজেন সরবরাহ, আইসিইউ বেড এবং সাধারণ শয্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় অংশ নেবেন স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ, বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।