সিলেটে ঈদের পর ৯ দিনে শনাক্তের হার ৮৬%
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২১, ৫:২০:২৭ অপরাহ্ন
অনুপম নিউজ: ঈদের পর গত ৯ দিনে সিলেট বিভাগে শনাক্তের হার বেড়েছে প্রায় ৮৬ শতাংশ। এ সময় বিভাগে মারা গেছেন ৯০ জন আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর সিলেটে প্রথম করোনা শনাক্ত হয় একই বছর ৫ এপ্রিল। সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় ১৫ এপ্রিল তিনি মারাও যান। এরপর থেকে সিলেটে করোনা শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকে।
গত বছরের ১০ জুন বিভাগে একদিনে সর্বোচ্চ ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর সংক্রমণ কমতে থাকে। একইভাবে গত বছর ২৫ এপ্রিল বিভাগে করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর আর কোনোদিন মৃত্যুর সংখ্যা ৮ পার হয়নি।
তবে চলতি জুলাই মাসের শুরুতেই সংক্রমণ ও মৃত্যু দুটোই আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। গত ৭ জুলাই সব রেকর্ড ভেঙে বিভাগে একদিনে ৯ জনের মৃত্যু ঘটে। এরপর ১৪ জুলাই এবং ১৬ জুলাই ৯ জন করে মারা যান। গত ১৮ জুলাই মারা গেছেন ১২ জন। যার মধ্যে ১১ জনই সিলেট জেলার বাসিন্দা।