হার্ট ফাউন্ডেশন সিলেটের সপ্তম তলা নির্মাণের সভা: ২০ সেপ্টেম্বর দাতাদের সার্টিফিকেট প্রদানের সিদ্ধান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২১, ৭:৩১:১৭ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের সপ্তম তলা নির্মাণে যুক্তরাজ্যের দাতা সদস্যদের আরো সহযোগিতায় কীভাবে প্রকল্পটি সফল করা যায়, এ নিয়ে এক আলোচনা সভা ৩১ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০ সেপ্টেম্বর রয়েল রিজেন্সি হলে দাতাদের সম্মাননা সার্টিফিকেট প্রদান এবং নতুন পুরাতন স্থায়ী দাতাসদস্যদের সহযোগিতার বিষয়টিও আলোচনা হয়।
এফএনএইচএফএসের চেয়ারম্যান মাহমুদুর রশীদ এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সম্পাদক (হার্ট ফাউন্ডেশন সিলেটের নির্বাহী সদস্য) মিছবাহ জামাল। এতে প্রধান বক্তা ছিলেন হাসপাতালের সপ্তম তলা প্রকল্পের যুক্তরাজ্যস্থ প্রধান, চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, যুক্তরাজ্য উপদেষ্টা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম ইয়াকুব ও যুক্তরাজ্য উপদেষ্টা কমিটির সভাপতি এম এ আহাদসহ সকল প্রয়াতদের মাগফেরাত কামনা করা হয়।
সভায় জানানো হয়, পরবর্তী জুম প্লাটফরমের আলোচনায় নতুন পুরাতন দাতা সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। এতে আশা প্রকাশ করা হয়, দুই শ পঞ্চাশ বা প্রয়োজনে ততোধিক দাতা সদস্যদের আসন থাকবে এবং সপ্তম তলা প্রকল্পের দাতাসদস্য সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও হালকা বিনোদনসহ ডিনারের আয়োজন থাকবে। এতে সকলকে স্বাগত জানান যুগ্ম সম্পাদক মনসুর আহমদ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিলেট থেকে ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আবু তালেব মুরাদ, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক এস আই আজাদ আলী ও ফাউন্ডেশনের ডিরেক্টর ও সিইও কর্নেল (অব) শাহ আবিদুর রহমান।
জুম সভায় গুরুত্বপূর্ণ মতামত রাখেন দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি ইউকে বিসিসিআই ডিরেক্টর এম এ গণি, আয়েশা খানম, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম রব্বানী রুহি আহাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার আলাউদ্দিন আহমেদ, নারী সম্পাদক ডাক্তার হালিমা বেগম আলম, ডাক্তার চন্দন আলম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, দর্পণ সম্পাদক রহমত আলী, এফএনএইচএফএস ইউকে উপদেষ্টা কমিটির সভাপতি এম শামস উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহিব চৌধুরী, প্রেস সেক্রেটারি আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ইউকে কমিটির ইসি মেম্বার শেখ ফারুক আহমেদ, সমাজসেবা সম্পাদক ইসলাম উদ্দিন, দাতা সদস্য মল্লিক শাকুর ওয়াদুদ, অনুপম নিউজ ২৪-র সম্পাদক ও দাতা সদস্য মুহিব উদ্দিন চৌধুরী, দাতা সদস্য আব্দুস সামাদ সুহেল চৌধুরী, কোষাধ্যক্ষ আবদাল মিয়া, যুক্তরাজ্য উপদেষ্টা বোর্ডের ডাক্তার মোশাররফ হোসেন, দাতা সদস্য রজিমুন্নেছা রুমা আহাদ, দাতা সদস্য সাব্বির হোসেন, দাতা সদস্য গোলাম রসুল মুহি আহাদ, দাতা সদস্য সিদ্দিকুর রহমান জয়নাল প্রমুখ।
পরিশেষে সপ্তম তলা বাস্তবায়নের সাথে সাথে সিলেটে হাসপাতালের রিসেপশনের কাছেই ডোনার জোনে পুরাতন দাতা সদস্যদের পাশাপাশি ষষ্ট তলা প্রকল্পের সকল দাতাদের নাম স্হায়ীভাবে স্হাপনের সিদ্ধান্ত হয়। জুম সভায় পরিচালক ও সিইও শাহ আবিদুর রহমান বলেন, আগামীতে সিলেটে ইসি কমিটির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য সম্পাদক মিছবাহ জামালের লিখিত প্রস্তাবনা বাস্তবায়নের জন্য গৃহীত হবে ও আগামীতে সকল জরুরি বিষয় সকলের অবগতির জন্য গ্রুপে জানানো হবে।