মরণের ঝুঁকি নিয়ে বাঁচার জন্যে ছুটছে মানুষ ঢাকার দিকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৫:১৫:১৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদন : ছুটছে মানুষ ঢাকার দিকে। ঢাকায় কাজ, ঢাকায় রুজি। কর্তার হুকুম ১ তারিখে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। জান চলে গেলে চাকরি থাকবে? জানের পরোয়া না করে তাহলে মানুষগুলোকে কেন এভাবে পড়িমরি দৌড়ে তোলা হলো?
সরকার বলেছে ১ তারিখে কাজে যোগ দিতেই হবে এমন বাধ্যবাধকতা নাই। কিন্তু অফিসের বস ফোনকলে/মেসেজে বলেছেন কাজে যোগ দিতেই হবে। মানুষ তাই বাঁচার জন্যে মরণের ঝুঁকি নিয়ে ছুটছে। শিমুলিয়ায়, পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়। ৬০ টাকার ফেরিভাড়া ৬০০ টাকা, তবু যেতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো করোনা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন।
দেশ করোনাভাইরাস মহামারিকালে সবচেয়ে ভয়াবহ সময় পার করছে। প্রতিদিন গড়ে ২৫০ জনের বেশি মানুষ মারা যাচ্ছেন। সীমিত পরিসরে নমুনা পরীক্ষায় গড়ে শতকরা ৩০ জন করে আক্রান্ত হচ্ছেন। অদৃশ্য এই ভাইরাসের সংক্রমণ রোধে চলমান রয়েছে কঠোর বিধিনিষেধ। গতকালও স্বাস্থ্য অধিদফতর আরো লকডাউন বাড়ানোর পরামর্শ দিয়েছে। সড়কে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। অথচ রাজধানীর পথঘাট, হাটবাজার, মাওয়া, শিমুলিয়া, বাংলাবাজার, পাটুরিয়া, কাঠালবাড়ি ঘাট দেখে বোঝার উপায় নেই দেশে করোনার ভয়াবহতা চলছে।
গতকাল শুক্রবার সপ্তাহিক ছুটির দিনে দেখা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও ঢাকামুখী মানুষের স্রোত অবিরাম। একদিকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ, অন্যদিকে গত তিন দিন ধরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এসবের মধ্যেই নানান পন্থায় মানুষ আসছেন ঢাকার দিকে। কারো কারো মুখে মাস্ক থাকলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই অধিকাংশের। গণপরিবহণ বন্ধ থাকলেও রাস্তায় প্রচুর যানবাহন; কোথাও কোথাও যানজট পর্যন্ত লেগে যাচ্ছে।
মানুষ বাঁচতে চায়, তাই করোনার মৃত্যুভয় মাথায় নিয়ে ছুটছে। মানুষের জয় হোক, জীবনের জয় হোক।