ব্রিটেনে ভকেশনাল শিক্ষার সাথে টেকনিকাল শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান ক্যাথ ব্যাকারের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২১, ১০:১৯:২১ অপরাহ্ন
মো: রেজাউল করিম মৃধা: ’শিক্ষাই জাতির মেরুদন্ড’এই প্রত্যয় নিয়েই শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে জাতি গঠনে এগিয়ে যাচ্ছে ব্রিটেন। ব্রিটেনের শিক্ষা ব্যবস্থা সমগ্র বিশ্বের কাছে গ্রহণযোগ্য। আর তাই উচ্চ শিক্ষার জন্য ব্রিটেনে আসেন মেধাবী শিক্ষার্থীগণ।
শত প্রতিকূলতার মাঝেও শিক্ষার ব্যবস্থাকে বাধাগ্রস্থ হতে দেয় না সরকার। কোভিড-১৯ মহামারিতে শত বাধা ও ভয়কে উপেক্ষা করে কখনো অনলাইনে কখনো সরাসরি ক্লাস নিয়েছে। কোন অবস্থাতেই শিক্ষা থেকে বঞ্চিত হন নাই শিক্ষার্থীরা। শিক্ষাকে সমুন্নত রেখেছে। এছাড়া টিউশন ফিসহ বহু অনুদান দিয়েছে সরকার।
ব্রিটেনের সাবেক এডুকেশন সেক্রেটারি ক্যাথ ব্যাকার বলেন,”শুধু সাধারণ শিক্ষা নয় সাধারণ শিক্ষার সাথে সাথে টেকনিকাল শিক্ষা বাধ্যতামূলক করা উচিত।
টেকনিকাল শিক্ষা অর্জনকারী শিক্ষার্থী কাজের ক্ষেত্রে বেশী প্রাধান্য পেয়ে থাকে। তাদের কাজের দক্ষতা তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করে। তাই বি টেক শিক্ষা অত্যন্ত জরুরী”।
দি ডিপার্টমেন্ট অফ এডুকেশন টেকনিকাল শিক্ষা স্কিল স্কীমের বাজেট কাট করেছে এবং আগামী ২০২৩ সালে এই স্কিম পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। তিনি আরো বলেন “এই প্রজেক্ট বন্ধ না করে বরং আইনে পরিণত করা হোক, টেকনিকাল শিক্ষা বাধ্যতামূলক”।
বি টেক কোর্সে যাদের বয়স ষোল এর মধ্যে তারা এই কোর্সের সুযোগ পাচ্ছে সাথে সাথে A লেভেল কোর্স ও করতে পারছে। গবেষণায় দেখা গেছে শতকরা ৪৪% হোয়াইট ওয়ার্কিং ক্লাস শিক্ষার্থী ইউনিভার্সিটিতে যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য অপর দিকে ৩৭% পার্সেন্ট ব্ল্যাক শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে যাদের বি টেক কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে তারাও উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেন। তাই ভকেশনাল শিক্ষার সাথে টেকনিকাল শিক্ষা অতি জরুরি।
ব্রিটেনে ১২ টি অর্গানাজেশন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে সমানভাবে ভকেশলান শিক্ষার সাথে টেকনিকাল শিক্ষা নিয়ে কাজ করছে। এই প্রজেক্টের প্রায় ৪৭০,০০০ শিক্ষার্থীর এ লেভেল সহ বি টেক লেভেল শিক্ষা অর্জন করে কাজের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।
তবে গ্রামার স্কুলকে এই প্রজেক্টের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন দি গ্রামার স্কুল হেডস এসোসিয়েশন। সূত্র: দি গার্ডিয়েন।