সিলেটে আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২১, ২:২৪:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ: সিলেট বিভাগে আবারও ১৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ দ্বিতীয়বার। অন্যদিকে, নতুন করে ৮০২ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা, অপর ৩ জন মৌলভীবাজারের।
এর আগে গত পরশু (২৮ জুলাই) সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জনে। তন্মধ্যে সিলেটে ৫৪৬ জন, সুনামগঞ্জে ৪৯ জন, মৌলভীবাজারে ৫৯ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।
চব্বিশ ঘন্টায় বিভাগে আরও ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৪৬৪ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২১ জন, মৌলভীবাজারের ১৬৬ জন ও হবিগঞ্জের ৫১ জন রয়েছে।
এর আগে গত পরশু (২৮ জুলাই) সর্বোচ্চ ৭৩৬ জন শনাক্ত হয়েছিলেন, যা আজ পেছনে পড়ে গেছে।
এ নিয়ে সিলেটজুড়ে আক্রান্তের মোট সংখ্যা হলো ৩৯ হাজার ১১৬ জন। তন্মধ্যে সিলেটে ২১ হাজার ৫২৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫৭৩ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৩৬৪ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৪৫১ জন রয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২০৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৪১৩ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৩২০ জন।
তিনি জানান, বর্তমানে সিলেট বিভাগে ৪০২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।