চীনে সরকার সমালোচক ধনকুবেরের ১৮ বছরের কারাদন্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২১, ১১:১৮:১৫ অপরাহ্ন
সান দাউ
অনুপম নিউজ ডেস্ক: চীন সরকারের সমালোচক বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাজা দেওয়ার অংশ হিসেবে এবার ধনকুবের সান দাউকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশভিত্তিক চীনের কৃষিখাতের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ৬৭ বছর বয়সী সান দাউ। তার বিরুদ্ধে অভিযোগ, দেশে ‘বিবাদ ও সমস্যা সৃষ্টিতে উসকানি’ দিয়েছেন। সেই অপরাধে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেওয়া হয়েছে।
অতীতে বিভিন্ন সময় চীনের এই ধনকুবের দেশটির মানবাধিকার ও রাজনৈতিক ইস্যু নিয়ে স্পর্শকাতর বক্তব্য দিয়েছিলেন। তার বিরুদ্ধে এসব ইস্যুতে ‘উসকানি’ দেওয়ার অভিযোগ এনেছে সরকার।
এছাড়া সানের বিরুদ্ধে অবৈধভাবে কৃষিজমি অধিগ্রহণ, গণজমায়েত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজে বাধা প্রদানের অভিযোগ রয়েছে। এসবের দায়ে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৪ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এর আগে গত বছর জমিসংক্রান্ত জটিলতার কারণে সান ও তার আত্মীয়স্বজনসহ ব্যবসার সহযোগী ২০ জনকে আটক করা হয়।