ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ইউকে ফ্রেন্ডসদের জরুরি জুম মিটিং ৩১ জুলাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২১, ৯:২৪:৪৪ অপরাহ্ন
লন্ডন অফিস: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সপ্তম তলা নির্মাণ বিষয়ে ‘ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র আয়োজনে চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি এর সাথে এক প্রস্তুতি সভা বুধবার ২৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। তিনি হার্ট ফাউন্ডেশন সিলেটের সিক্সথ ফ্লোর প্রজেক্টের প্রধান।
সভায় আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী কর্মসূচি সফল করার লক্ষ্যে আগামী ৩১ জুলাই শনিবার বেলা বারোটার সময় এক জরুরী জুম মিটিং করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত জুম মিটিং এর লিংক আগামি শনিবার সকালে সবার হোয়াটসএ্যাপে পাঠানো হবে। সকল ডোনার ও মেম্বারদের জুম মিটিংয়ে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন এফএনএইচএফএসের চেয়ারম্যান মাহমুদুর রশীদ ও সেক্রেটারি মিছবাহ জামাল।
সভায় উপস্থিত ছিলেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মিছবাহ জামাল, আলহাজ মো: ইছবাহ উদ্দিন, রহমত আলী, মুহিব উদ্দিন চৌধুরী ও সুফি সুহেল আহমদ।