সুনামগঞ্জের সহকারি এসপি সস্ত্রীক করোনা আক্রান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২১, ৩:২২:১৯ অপরাহ্ন
সংবাদদাতা: সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সার্কেল কামরুল ইসলাম স্বস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার তাদেরকে সিলেট পুলিশ লাইন হাসপাতাল থেকে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানা ও সার্কেল কার্যালয় সূত্র জানায়, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সার্কেল (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) চলতি বছরের এপ্রিল মাসে জগন্নাথপুর উপজেলায় সার্কেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি জগন্নাথপুর উপজেলা সদরের বাড়ি জগন্নাথপুর এলাকায় সার্কেল কার্যালয়ে বসবাস করতেন। গত ২১ জুলাই থেকে তিনি জ্বর সর্দি কাশি ও নানা সমস্যায় ভূগছিলেন। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করলেও অবস্থার উন্নতি না হলে তাকে সিলেট পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি ও তাঁর স্ত্রী সেলিনা মমতাজ এর করোনা পজিটিভ শনাক্ত হয়।