করোনায় সিলেটে যুবলীগ নেতার ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২১, ৯:৪৮:৪২ অপরাহ্ন
শহর প্রতিনিধি, সিলেট: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলা যুবলীগের সাবেক সদস্য ও মহানগরের ৮নং ওয়ার্ডের গোয়াবাড়ি এলাকার বাসিন্দা মুজিবুর রহমান মুজিব (৬০)।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবুর রহমান মুজিবের চাচাতো ভাই সিলেট মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুজিবুর রহমান মুজিব। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



