৪৫০ কোটি টাকা পেয়েছেন ১৭ লাখ ২৪ হাজার অসহায় মানুষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২১, ৩:৫৯:০৫ অপরাহ্ন
অনুপম নিউজ: দরিদ্র ও অসহায়দের জন্য সম্প্রতি তিন হাজার ২০০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্যাকেজের আওতায় ঈদের আগে ১৭ লাখ ২৪ হাজার দিন মুজুর, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রায় ৪৫০ কোটি টাকার নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এটি শহরাঞ্চলে এবং ওএমএস গ্রামাঞ্চলে খাদ্য সহায়তার বরাদ্দ বৃদ্ধি করেছে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার জন্য ১৩ জুলাই সরকার নতুন ৩২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ লাখ ৩৭ হাজার দিন মুজুর, ২ লাখ ৩৫ হাজার পরিবহন শ্রমিক এবং প্রায় ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও ১হাজার ৬০৩ জন গ্যারেজ শ্রমিকের মাঝে ঈদের দু’দিন আগে ২৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ২৩ জুলাই শুরু হওয়া দুই সপ্তাহের কঠোর লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য এই অর্থ কিছুটা হলেও স্বস্তি দেবে।
২৫০০ টাকার নগদ সহায়তার দ্বিতীয় ধাপ এটি। এর আগে গেল বছরের এপ্রিলে সাধারণ ছুটির পর সরকার ৩৫ লাখ মানুষকে ২৫০০ টাকা করে নগদ সহায়তা দিয়েছে।