সিলেটে স্বাস্থ্যবিধির পরোয়া নাই, টিসিবির পণ্য চাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২১, ২:১২:৫৩ অপরাহ্ন
শহর প্রতিনিধি, সিলেট: সিলেটে টিসিবি’র পণ্য কিনতে আসা মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধির পরোয়া নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিনছেন পণ্য। করোনার ভয় ম্লান তাদের মনে। স্বস্তি যেন মনে-সরকার নির্ধারিত দামে তারা পণ্য কিনতে পারছেন। এবার টিসিবি’র পণ্য কিনতে ভিড় করছেন মধ্যবিত্তরাও। একে তো বর্ষার মৌসুম। অন্যদিকে লকডাউন। সব মিলিয়ে জীবিকায় টান, ঘরে অভাব। এ কারণে টিসিবি’র পণ্য কিনতে ভিড় করছেন মধ্যবিত্তরা। নিম্নবিত্তরাও সকাল থেকে অপেক্ষায় থাকেন পণ্য কেনার জন্যে।
মহানগরের রিকাবীবাজার, মদিনা মার্কেট, আম্বরখানা, বন্দরবাজার সহ ৬টি এলাকায় ট্রাকে করে ডিলাররা তিন ধরনের পণ্য বিক্রি করছেন। প্রতিটি এলাকায়ই টিসিবি’র লম্বা লাইন। শত শত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। এতে করে ডিলাররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ডিলাররা জানিয়েছেন, সকাল থেকে পণ্য কিনতে মানুষের ভিড় লেগেই থাকে। বিকাল পর্যন্ত থাকে ভিড়।
তবে টিসিবি’র পণ্য কিনতে আসা ক্রেতাদের মধ্যেও বেশি মানুষের উপস্থিতির কারণে করোনা সংক্রমণের ভয় রয়েছে। ক্রেতারা জানিয়েছেন, সরকার ঘোষিত টিসিবি’র পণ্য কিনতে সিলেটে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। এতে করে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রায় এলাকাতেই টিসিবি’র ট্রাককে ঘিরে মানুষের ভিড় রয়েছে। আবার কে কার চেয়ে আগে পণ্য কিনবেন সেটি নিয়েও রয়েছে প্রতিযোগিতা। দৃশ্য এমন যে,স্বাস্থ্যবিধির পরোয়া নাই, টিসিবির পণ্য চাই।
প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন। মহানগরের বিভিন্ন স্থানে টিসিবি’র পণ্য বিক্রিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দৃশ্য চোখে পড়েছে।
সিলেট বিভাগের টিসিবি আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগের চার জেলায় ২৫টি ট্রাকে করে টিসিবি’র মালামাল বিক্রি হচ্ছে। এরমধ্যে সিলেট নগরীতে ৬টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হয়। টিসিবি’র পণ্যে, প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা, ডাল ৫৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে, সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে পণ্য বিক্রি ও ক্রয় করার নির্দেশনা রয়েছে। কিন্তু কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই।