কঠোর লকডাউনের ৫ম দিন সিলেট: একেবারে ঢিলে না, কঠোরও না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২১, ১০:৪৮:৩১ অপরাহ্ন
অনুপম নিউজ: কঠোর লকডাউনের মধ্যেও আজ পঞ্চম দিন সড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়েছে সিলেটে। নগরীর অনেক স্থানে দোকানের ’হাফ শাটার’ ব্যবসা চলেছে। কেউ কেউ অর্ধেকের তোয়াক্কা না করে পুরো শাটারই খোলা রেখেছেন।
লকডাউনের প্রথম দু-দিন সিলেটে সড়কে যানবাহনের সংখ্যা ছিল হাতেগোণা। একেবারেই কম ছিল মানুষের আনাগোনাও। কিন্তু তৃতীয় দিন থেকে ধীরে ধীরে সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। চলাচল বেড়েছে মানুষের। আজ সকাল থেকে দুপুর অবধি সিলেট নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, জেলরোড, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট প্রভৃতি এলাকা ঘুরে দেখা গেছে, লকডাউনের বিধিনিষেধ ভেঙে বাইরে ঘোরাঘুরি করছে মানুষ। অনেকের মুখে নেই মাস্ক। বিশেষ করে অলিগলিতে আড্ডা দিতে দেখা গেছে তরুণ-যুবকদের। অনেক গলিতে খোলা রাখা হয়েছে চায়ের টং দোকান।
চেকপোস্টগুলোতে পুলিশ রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন আটকে যাত্রীদের বাইরে বের হওয়ার কারণ জানতে চায়। সন্তুষ্টিজনক উত্তর না পেলে পুলিশ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। এছাড়া যেসব যানবাহনের কাগজপত্র সঙ্গে ছিল না তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। লকডাউন বাস্তবায়নে পুলিশ ছাড়াও মাঠে র্যাব ও সেনাবাহিনী কাজ করছে।
এদিকে সোমবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠোর লকডাউনের চতুর্থ দিন সোমবার সিলেটে ৫১টি যানবাহনকে মামলা ও ৩৫টি আটক করা হয়েছে। একই সময় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান ও পৃথক পাঁচটি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।