সিলেট-৩ উপনির্বাচন: ভোট গ্রহণ সেপ্টেম্বরে হতে পারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২১, ৩:২৮:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ : হাইকোর্টে স্থগিত হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি জানান, আগামী ২৮ তারিখ সিলেট-৩ আসনের উপনির্বাচনের জন্যে সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু করোনা ও লকডাউনের কারণে তারিখ পেছানের জন্যে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশ তাই নির্বাচনটি ২৮ তারিখ হচ্ছে না।
তিনি বলেন, আমাদের হাতে দ্বৈব দুর্বিপাকজনিত সময়সহ ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এ সময় শেষ হবার আগেই ভোট করতে হবে। তবে শোকের মাস আগস্টকে আমরা বিবেচনায় নিয়ে সেপ্টেম্বেরের প্রথম দিকে সিলেট-৩ আসনের উপনির্বাচন করার সিদ্ধান্ত নিতে পারে কমিশন।