দেশে করোনায় মৃত্যু ২৪৭, নতুন আক্রান্ত ১৫,১৯২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২১, ৫:৫৫:১০ অপরাহ্ন
অনুপম নিউজ: অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪৭ জনের মৃত্যু হয়েছে। ফলে বাংলাদেশে এই ভাইরাসে মৃত্যুর সব রেকর্ড ভাঙল আজ। এর আগে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ছিল ২৩১ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন, যা দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এর আগে একদিনে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রোববার দেশে করোনায় ২২৮ জনের মৃত্যু হয়। সেদিন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১১ হাজার ২৯১ জন।