‘আমি কথা দিয়ে যাচ্ছি হাবিবকে দিয়ে এই এলাকার উন্নয়ন করাবো’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২১, ১১:৪৯:৪১ অপরাহ্ন
![]()
সিলেট-৩ উপনির্বাচনের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক
অনুপম নিউজ: সিলেট-৩ আসনের উপনির্বাচনের তারিখ ২৮ জুলাই নির্ধারিত, কিন্তু শেষ মুহূর্তে এই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে সংশয়। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে নানা গুজব রটছে এলাকায়। এ কারণে অনেকটা বিব্রত ভোটাররা। এরই মধ্যে নির্বাচন স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক অভিযোগ তুলেছেন প্রচারণায় বাধা ও হুমকি দেওয়ার। এরই মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইসরাইল হোসেন মারা গেছেন। সব মিলে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এত কিছুর পরও নির্বাচনের সর্বশেষ প্রচারণায় সরগরম এলাকা। রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এলাকার সর্বত্র সোচ্চার ছিলেন গতকাল নৌকার পক্ষে ভোট চেয়ে।
২৬ জুলাই দুপুরে সিলেট পৌঁছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিকালে আসনটির কয়েকটি এলাকায় সমাবেশে বক্তব্য দেন তারা।
সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বালাগঞ্জে এক জনসভায় যোগ দেন তারা। বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় মানুষের ঢল নামে। জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘এই আসনে মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন। শেখ হাসিনা হাবিবকে মনোনয়ন দিয়েছেন। কারণ হাবিবের মধ্যে এলাকার উন্নয়নের স্বপ্ন আছে। সে শেখ হাসিনার আদরের দুলাল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় তাই শেখ হাসিনার প্রার্থী হাবিবকে বিজয়ী করতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি হাবিবকে দিয়ে এই এলাকার উন্নয়ন করাবো।’
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া। প্রধান অতিথির বক্তব্যের আগে সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন। তিনি বলেন, ‘তরুণরা আমাকে সমর্থন দিয়েছে। প্রচারণায় গিয়ে যেমন বিগত দিনের উন্নয়ন দেখেছি, তেমনি মানুষের কষ্টও দেখেছি। নান্দনিক-আধুনিক সিলেট-৩ আসন উপহার দেওয়াই আমার লক্ষ্য।’ জনসভায় প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বালাগঞ্জের সমাবেশ শেষে রাতে দক্ষিণ সুরমার মোগলাবাজারে সমাবেশ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নৌকার প্রার্থী হাবিবের পক্ষে পুরো নির্বাচনি এলাকায় দিনভর সভা, সমাবেশ করে।




