মৃত্যু আরও সাড়ে ছয় হাজার, মোট মৃত্যু প্রায় ৪২ লাখ, ইন্দোনেশিয়ায় একদিনে ১২ শতাধিক মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২১, ৯:৩৬:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় সাড়ে ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ মহামারিতে মোট মৃত্যু ৪১ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।
দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ইন্দোনেশিয়া। রোববার (২৫ জুলাই) ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
সংক্রমিত শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৬শ’র বেশি। এছাড়া ৮শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে রাশিয়ায়।
২৪ হাজারের ওপর সংক্রমিত শনাক্তের সংখ্যা। এদিন ব্রাজিলে প্রাণহানি রেকর্ড হয়েছে কিছুটা কম।
৫শ’র মতো মৃত্যু হয়েছে লাতিন দেশটিতে। ৩৮ হাজারের বেশি সংক্রমণ আর ৪ শতাধিক মৃত্যু হয়েছে ভারতে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ লাখ ২২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজারের ওপর।