সিলেটে মারা গেছেন আরও ১০ জন, নতুন শনাক্ত ৪৪০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ২:৩৬:১২ অপরাহ্ন
অনুপম নিউজ: এক থেকে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দশ হয়ে গেল। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও ১০ জন।
যাদের ৬ জনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৪০ জন। আর হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু, আক্রান্ত শনাক্ত ও সুস্থতার তিন সূচকই ছিল উর্ধ্বমূখী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে ১২২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন ৪৪০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫.৯৮ শতাংশ। আগের দিন সনাক্তের হার ছিল ৩৪.৭৯ শতাংশ।
গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সনাক্তের হার সবচেয়ে বেশি ছিল হবিগঞ্জে। এই জেলার ১২০ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত সনাক্ত হন ৬৩ জন। শনাক্তের হার ছিল ৫২.৫০ শতাংশ। এছাড়া সিলেটের ৭৮০টি নমুনা পরীক্ষা করে ২৬৬ জন, সুনামগঞ্জের ২২১টি নমুনা পরীক্ষায় ৭৮ জন ও মৌলভীবাজারের ১০২টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।