সিলেটে মৃত্যু ১, নতুন শনাক্ত ৩৪২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২১, ২:৩৮:১১ অপরাহ্ন
অনুপম নিউজ: করোনায় সিলেটে চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা ১, আর চব্বিশ ঘন্টায় আরও ৩৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনাক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ৬০৭ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৮৬ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৪২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৩৪ জন ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন।



