যুক্তরাজ্যে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ১৬টি শনাক্ত, ১০টি লন্ডনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২১, ১১:৪৪:৪৪ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। নতুন কোভিড-১৯ ধরনের ১৬টির মধ্যে ১০টি লন্ডনে শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন এ ভ্যারিয়েন্ট পর্যবেক্ষণ করছেন।
বৃটেনের বিশেষজ্ঞদের গবেষণায় ওই নতুন ভ্যারিয়েন্ট ২১ জুলাই ধরা পড়ে। এটি একটি পরিবর্তিত স্ট্রেন, B.1.621 নামে পরিচিত। তবে কয়েক সপ্তাহ ধরে এটি স্বাস্থ্য কর্মকর্তাদের নজরে ছিল।
বিশেষজ্ঞরা এর ‘আপাত আন্তর্জাতিক সম্প্রসারণ’ নিয়ে উদ্বিগ্ন। যদিও এখন পর্যন্ত ১৬টি ঘরোয়া সংক্রমণের সত্যতা পাওয়া গেছে।
জনস্বাস্থ্য ইংল্যান্ড (পিএইচই) জোর দিয়ে বলেছে যে ‘বর্তমানে যুক্তরাজ্যে এ নতুন ভ্যারিয়েন্ট কমিউনিটিতে সংক্রমণের কোনও প্রমাণ নেই’।
তারা আরও বলেছে, ‘বর্তমানে এরকম কোনও প্রমাণ নেই যে এই ভ্যারিয়েন্ট আরও মারাত্মক রোগের সৃষ্টি করে বা চলমান ভ্যাকসিন অকার্যকর করতে পারে।
তবে কোভিডের এ নতুন ভ্যারিয়েন্টের পরিবর্তন আরও ভালভাবে বুঝতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ভেরিয়েন্ট সংক্রমিত হয়েছে এমন নিশ্চিত হওয়া ব্যক্তির লক্ষণগুলো স্বাস্থ্য কর্মকর্তারা শনাক্ত করেছেন।
বিশেষজ্ঞরা জানান, নতুন ভেরিয়েন্টের কয়েকটি নমুনায় K417N মিউটেশন রয়েছে। এ ধরনের পরিবর্তন ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করছেন।
এ ভ্যারিয়েন্ট কলম্বিয়াতে ৩২৫টি, মার্কিন যুক্তরাষ্ট্রে ২৬৪টি, স্পেনে ১৯৬টি এবং মেক্সিকোতে ১২২টির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
নতুন এ ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যের তিনটি অঞ্চলে দেখা গেছে। ১০টি লন্ডনে। ২০-২৯ বছর বয়সীরা এতে আক্রান্ত হয়েছেন। তারা অন্যদেশ ভ্রমণ করে আসার পর আক্রান্ত হয়েছেন যে এর সুস্পষ্ট প্রমাণ মিলেছে। সূত্র: ফোর্বেস, দ্য ইন্ডিপেন্ডেন্ট