কঠোর লকডাউন ২৩ জুলাই: সিলেটে রাস্তা ফাঁকা, শহরে মানুষ বের হয়নি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২১, ৮:১৭:১৬ অপরাহ্ন
![]()
মহানগর ট্রাফিক পুলিশের ’কুইক রেসপন্স টিম’ টহলরত
অনুপম নিউজ: ঈদের পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে আজ শুক্রবার সিলেট নগরের রাস্তা ফাঁকা ছিল। মহানগর ট্রাফিক পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ প্রধান সড়কগুলোতে টহল দিতে দেখা গেছে।
দুইজন ট্রাফিক পুলিশ নিয়ে একটি করে দল গঠন করা হয়েছে। দশটি দলে ভাগ হয়ে পুরো টিমে কাজ করছেন মোট বিশজন পুলিশ সদস্য।
পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিন থেকে শুরু হওয়া পূর্বঘোষিত ১৪ দিনের লকডাউনের প্রথম দিনে
সিলেট নগরের রাস্তাঘাটে যানবাহন ও মানুষ ছিল না বললেই চলে। একদিকে লকডাউন অন্যদিকে শুক্রবার হওয়াতে শহরের মানুষজন বাসাবাড়ি থেকে তেমন একটা বের হননি। সারাদিন ধরে বিক্ষিপ্তভাবে কিছু রিকশা চলাচল করলেও প্রাইভেট কার মোটর সাইকেলের দেখা মেলেনি খুব একটা।
করোনা সংক্রমণের উর্ধগতি ঠেকাতে মানুষজন যাতে ঘরের বাইরে বের না হন তা নিশ্চিত করতেই মুলত শহরে টহলে নেমেছে মহানগর ট্রাফিকের ‘কুইক রেসপন্স’ দলটি। এছাড়া সারাদিন থেকেই র্যাব পুলিশ বিজিবির সমন্বয়ে বেশ কয়েকটি দল নগরের প্রধান প্রধান সড়ক গুলোতে অবস্থান নেয়।
সিলেটে লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।




