সিলেটে করোনায় মারা গেলেন ৬ শতাধিক, গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮, নতুন আক্রান্ত ৩৮৪
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২১, ৪:১০:৩১ অপরাহ্ন
অনুপম নিউজ: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এতে পুরো বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৬০৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪৮৪ জন সিলেট জেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ৯৩৫ জনের নমুনায় ৩৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক শূন্য ৭ শতাংশ। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২০০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৪২ জন ও মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সুনামগঞ্জে শনাক্তের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ এবং মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া হবিগঞ্জে শনাক্তের হার ৬৫ দশমিক ৬৩ শতাংশ ও সিলেট জেলায় ৩৮ দশমিক ৬১ শতাংশ।
এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৪ হাজার ৮৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৭১২ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন।