বাণিজ্যিক সম্পর্কের সুফল: ঈদের বন্ধেও ভারত থেকে এসেছে ১১ গাড়ি অক্সিজেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২১, ৩:২৮:১২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ভাল থাকায় ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে জরুরি সেবার অংশ হিসেবে আমদানি করা হয়েছে ১১ গাড়ি অক্সিজেন। দেশে চিকিৎসা খাতে অক্সিজেন চাহিদা বাড়ায় বিশেষ ব্যবস্থায় এ অক্সিজেন আমদানি করা হয়।
বুধবার (২১ জুলাই) দুপুর ৩টার সময় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে ১১টি আমদানি করা অক্সিজেনের গাড়ি প্রবেশ করে। আমদানি করা প্রতিষ্ঠানগুলো হলো, বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন। আমদানিকারকের পক্ষে বন্দর থেকে অক্সিজেন ছাড় করান সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল লিমিটেড। এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বন্দরে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল রাখা হয়েছে। আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের ২টি টিম কাজ করছে বলেও জানান তিনি।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।




