ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২১, ২:৩৫:১৭ অপরাহ্ন
মুসলিম বিশ্বে শুরু হলো ঈদুল আজহা। আজ মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কিছু দেশে ত্যাগের মহিমায় ভাস্বর এ ঈদ উদযাপন হচ্ছে। বাদবাকি দেশগুলোতে হবে কাল। নবি ইব্রাহিম আ: এর আল্লাহপ্রেমের পরম কৃতিত্বের দৃষ্টান্ত থেকে এ ত্যাগের উৎসবের ধারা মুসলিম বিশ্বে চলে আসছে। এ ঈদ জানায় পরম করুণাময়ের ভালবাসা একমাত্র সর্বোত্তম অবলম্বন।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবারের ঈদুল আজহাও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বে উদযাপন হচ্ছে। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এ পরিস্থিতিতে ভালবাসার পরাকাষ্ঠা আমাদেরকে উজ্জীবিত করতে পারে। সেই উজ্জীবনের বার্তা নিয়ে ঈদ হাজির। ভালবাসার জন্যেই আমরা স্বাস্থ্য সচেতন থাকি, জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, এতেই সকলের মঙ্গল নিহিত।
অনুপমনিউজটুয়েন্টিফোর-র পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা, জেলা-উপজেলা, বিভিন্ন দেশের সংবাদদাতা ও দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ সহায়।
সম্পাদক