বরগুনার ১৭ গ্রামে ঈদ উদযাপন হচ্ছে আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২১, ১০:৩৬:১১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনায় ৫০টি পরিবার আজ বিচ্ছিন্নভাবে উদযাপন করছে ঈদুল আজহা। সকালে সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী পরিচিত বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী মল্লিক বাড়ী জামে মসজিদ এবং আমতলির গোজখালী দরবার শরীফে এবং পাথরঘাটার হাতেমপুর চৌধুরী বাড়ী মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।
এক সময় জেলায় কয়েক শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করলেও বর্তমানে তাদের সংখ্যা কমে আসায় বিচ্ছিন্ন ভাবে তারা ঈদ উদযাপন করে আসছে।
এরমধ্যে বরগুনার, আমতলী উপজেলার গোজখালী, আউয়াল নগর,বেতাগী উপজেলার, বকুলতলী, গ্রেদলক্ষীপুরা, লক্ষীপুরা, খোন্তাকাটা, পাথরঘাটা উপজেলার, নিজ লাঠিমারা, বাদুরতলা, হাতেমপুর বরগুনা সদর উপজেলার, গৌরিচন্না, ধূপতি এবং পাজরাভাঙ্গা গ্রামসহ ১৭টি গ্রামে অর্ধশত পরিবার বিচ্ছিন্নভাবে আজ ঈদুল আজহা উদযাপন করছে।