হাসপাতালের সামনে গাড়িতে বসে খালেদা জিয়া করোনার টিকা নেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২১, ৬:৩১:২১ অপরাহ্ন
অনুপম নিউজ: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
সোমবার (১৯জুলাই) বিকেল ৩.৫৬ মিনিটে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে গিয়ে গাড়িতে বসে টিকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন, ডা. মামুন, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে গুলশান-২ এর বাসা থেকে খালেদা জিয়ার গাড়ি বহর হাসপাতালের দিকে রওয়ানা করে। তার গাড়ির সামনে পেছনে কড়া পুলিশ পাহারা ছিল। হাসপাতাল এলাকায়ও কড়া পুলিশি নজরদারীতে ছিল। এরমধ্যে বিএনপির শতাধিক নেতাকর্মীর সেখানে ভিড় করেন। টিকা নিয়ে পুনরায় সাড়ে চারটার দিকে গুলশানের বাসায় পৌঁছেন খালেদা জিয়া।
গত ৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। নিবন্ধন ফরমে উল্লিখিত ফোনে এসএমএস করে সোমবার টিকা নেওয়ার তারিখ দেওয়া হয়।
৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি বাসাতেই আছেন।
খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় গত ১০ এপ্রিল। প্রথম দিকে বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পরে তাকে গুলশানের বাসায় নেওয়া হয়।