মালয়েশিয়ায় এক ব্যবসায়ীর ১৬ লাখ টাকা পরিশোধ করেনি কিছু প্রবাসী বাংলাদেশি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ১:৫৮:৩৫ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় এক বাংলাদেশি ব্যবসায়ীর ১৬ লাখ টাকা পরিশোধ করেনি কিছু প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান এলমা সার্ভিসের প্রায় ৮৩ হাজার রিংগিত, বাংলাদেশী টাকায় প্রায় ১৬ লাখেরও বেশি টাকা বকেয়া পরিশোধ না করে প্রায় অর্ধশতাধিক গ্রাহক এখন গা ঢাকা দিয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্রেতাই বাংলাদেশী। কিছু নেপাল এবং পাকিস্তানি প্রবাসীও রয়েছে।
এ ব্যাপারে কুয়ালালামপুরের বালাই পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য এবং গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে এলমা সার্ভিসের স্বত্বাধিকারী মোঃ ইব্রাহিম মিয়া ও ম্যানেজার মালয়েশীয় নাগরিক নন্দ কুমার কুয়ালালামপুরের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। এ সময় নন্দ কুমার বলেন, ২০১৭ সাল থেকে এলমা সার্ভিস রাজধানীর আমপাং এ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুদির দোকান পরিচালনা করে আসছেন। যার বেশিরভাগই বাংলাদেশী প্রবাসী ক্রেতা। তাছাড়া পাকিস্তানি ও নেপালী নাগরিকও রয়েছেন। দোকান থেকে পণ্য সামগ্রী বাকী নিয়ে এক সময়ে মোটা অংকের বাকী হওয়ার পর তারা অন্যত্র চলে গেছেন। অনেক চেষ্টা করে তাদের হদিস পাওয়া যায়নি। তাদের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দাউদকান্দির ইব্রাহিম মিয়া জানান, ২০১৭ সাল থেকে আমি ব্যবসা শুরু করি। ২১০৯ থেকে প্রবাসীদের মাঝে বাকি দেওয়া শুরু করি তারপর থেকে ২০২০ সাল পর্যন্ত ২ বছরের ৮৩ হাজার রিংগিত বাকি পড়ে যায়। এ সময়ে প্রায় অর্ধ শতাধিক ক্রেতা বিভিন্ন সময়ে বাকী নিয়ে সেটা পরিশোধ না করেই তারা আত্মগোপন চলে যান। আমি তাদের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি এবং এতদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করে পুলিশ রিপোর্ট করে মিডিয়ার মাধ্যমে তাদের অবহিত করে আমার পাওনা টাকা ফেরত দেওয়ার আহবান জানাচ্ছি। প্রবাসী ফজলুল হক জানান, মুদি দোকানের ব্যবসা করতে গিয়ে বাকি দিতেই হয়। আর সেটা করতে গিয়ে সে ৮৩ হাজার রিংগিত এখন হারাতে বসেছে। প্রবাসীরা কুয়ালালামপুরে একসাথে ১০ জন ২০ জন করে ম্যাচে খাবার খায় এভাবে জিনিসপত্র নিয়ে মাস শেষে বেতন পেয়ে টাকা পরিশোধ করে দেয়। একটা সময় যখন বাকী পাওনা বেশি হয়ে যায় তখন টাকা পরিশোধ না করেই পালিয়ে যায়।
![]()


